Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০) ৯৭.৫ ; স্থুল জন্মহার ১৯.৩; স্থুল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২)। সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) -৭৬.৮% (২০২২) । স্থুল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬% । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৯২% (আগস্ট ২০২৩) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)। জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (P) । জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (P) । মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা । রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা । রেমিটেন্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা । সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩.

ডুমুরিয়ার আয়তন: ৪৫৪.২৩বর্গ কিলোমিটার, ডুমুরিয়ার জনসংখ্যা: ৩,৪৩,৮৮৫ জন, পুরুষ: ১,৭১,৫৫৫ জন, মহিলা: ১,৭২,৩৩০ জন, খানার (Household) সংখ্যা: ৮৭,৯৫৩ টি,  ডুমুরিয়ার শিক্ষার হার:  ৭৫.৯৭% (৭ বছর+), পুরুষের শিক্ষার হারঃ ৭৯.৮৭% (৭ বছর+), নারী শিক্ষার হারঃ ৭২.১০% (৭ বছর+), গ্রাম: ২৩৭টি,মৌজা: ২০৪টি, ইউনিয়ন: ১৪টি ( তথ্যসূত্রঃ জনশুমারি ও গৃহগণনা-২০২২)

তথ্যসেবা পেতে নিচের লিংকে প্রবেশ করে ফরমটি পূরণ করুন।

***লিঙ্কঃ  https://doc s.google.com/document/d/152-ys6ivuJOHZS44ru-5vf__Kc6JvmhbXHOG70xtTUE/edit?usp=sharing


এক নজরে


এক নজরে ডুমুরিয়া

সাধারণ তথ্যাবলী

০১। সীমানা  :  উত্তরে ফুলতলা উপজেলা, দক্ষিনে বটিয়াঘাটা ও পাইকগাছা উপজেলা, পূর্বে বটিয়াঘাটা উপজেলা  ও সোনাডাঙ্গা থানা, পশ্চিমে সাতক্ষীরা জেলার তালা উপজেলা ও যশোর জেলার কেশবপুৃর মনিরামপুর ও অভয়নগর।    

 

০২।  ডুমুরিয়া উপজেলার সংক্ষিপ্ত বিবরণী : বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের বিভাগীয়  শহর খুলনা। এই জেলার ০৯ টি উপজেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলা ডুমুরিয়া । ঐতিহাসিক সতিশ চন্দ্র মিত্রের ‘‘যশোর খুলনার ইতিহাস’’গ্রন্থে  দেখা যায় দশম শতকে ডুমুরিয়া ভরত রাজার শাসনাধীনে ছিল। যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়নার ভরতের দেউল দৃষ্টে একথার সত্যতা প্রতীয়মান হয়। পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগের ডুমুরিয়া এলাকায় ইসলাম ধর্মের প্রচার ও মুসলিম শাসন প্রবর্তিত হয়। ১৯৮৪ সালে মাগুরাঘোনা ইউনিয়নের আরশনগর গ্রামে একটা বহু পুরনো জলাশয়ের পাশে পুরনো ভগ্ন স্তুপের মধ্যে একটা শিলালিপি পাওয়া যায়। উক্ত শিলালিপিতে হযরত শাহআফজালের নাম পাওয়া যায়। অপরদিকে পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের অন্যন্য অঞ্চলের মত ডুমুরিয়া মাগুরাঘোনা, আটলিয়া, শোভনা, খর্ণিয়া, প্রভৃতি অঞ্চলে হাজি মোহাম্মদ মহসিনের জমিদারী প্রসারিত হয়। ডুমুরিয়ার আন্দুলিয়া গ্রামে শাহজামাল নামে  আর একজন মুসলিম ধর্ম প্রবক্তার পরিচয় পাওয়া যায়।

 

০৩। উপজেলার মৌলিক তথ্যঃ

 

সাধারণ তথ্যাদি

জেলা

খুলনা

উপজেলা

ডুমুরিয়া

উপেজলা গঠিত হয়

১৫-০৪-১৯৮৩ খ্রিঃ

সীমানা

উত্তরে ফুলতলা উপজেলা, দক্ষিনে বটিয়াঘাটা ও পাইকগাছা উপজেলা, পূর্বে বটিয়াঘাটা ও সোনাডাঙ্গা থানা, পশ্চিমে সাতক্ষীরা জেলার তালা্ উপজেলা ও যশোর জেলার কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর।

জেলা সদর হতে দূরত্ব

১৬কি:মি:

আয়তন

৪৫৪.২৩বর্গ কিলোমিটার

জনসংখ্যা

৩,০৫,৬৭৫জন

 

১,৫৩,১১১জন

 

১,৫২,৫৬৪জন

লোক সংখ্যার ঘনত্ব

৬১০জন (প্রতি বর্গ কিলোমিটারে)

নির্বাচনী এলাকা

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা)

গ্রাম

২৩৭টি

মৌজা

২০৪টি

ইউনিয়ন

১৪টি

এতিমখানা সরকারী

০৯টি

এতিমখানা বে-সরকারী

০৩ টি

মসজিদ

২৩৭টি

মন্দির

১৩২টি

নদ-নদী

০২টি

জলমহল

১০৩টি (ইজারাযোগ্য-৬৯টি)

হাট-বাজার

৪২টি

ব্যাংক শাখা

১২ টি

পোস্ট অফিস/সাব পোঃ অফিস

২৯টি

টেলিফোন এক্সচেঞ্জ

০১ টি

 

কৃষি সংক্রান্ত

 

   

মোট আবাদী জমির পরিমান

৮৫,৩৮২একর

   

এক ফসলী জমি

৫৪,২৬০হেক্টর

দুই ফসলী জমি

২৩,০০২হেক্টর

তিনফসলী জমি

৮,১২০হেক্টর

   

 

শিক্ষা সংক্রান্ত

 

সরকারী প্রাথমিক বিদ্যালয়

১১০ টি

কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়

০৫টি

 মহাবিদ্যলয় মহাবিদ্যালয়

১২টি

কলেজিয়েট স্কুল

০২ টি

মাধ্যমিক বিদ্যালয়

৬৩টি

সরকারী মাধ্যমিক বিদ্যলয়

০১টি

মাদ্রাসা

৩০টি

কারিগরি বিদ্যালয়

০১টি

শিক্ষার হার

৫৫.৬৬%

 

স্বাস্থ্য সংক্রান্ত

 

হাসপাতাল

০৩টি

পরিবার কল্যান কেন্দ্রের সংখ্যা

১২টি

কমিউনিটি ক্লিনিক এর সংখ্যা

৪০টি

পদায়নকৃতডাক্তারের সংখ্যা

৮ জন

এম্বুবুলেন্স এর সংখ্যা

২টি

মঞ্জুরীকৃত ডাক্তারের সংখ্যা

২৩জন

 

ভূমি ও রাজস্ব সংক্রান্ত

 

মৌজা

২০৪টি

ইউনিয়ন ভূমি অফিস

৭টি

 খাস জমি

১৭২০.৬০একর

কৃষি

১২৬০.৬০ একর

অকৃষি

৪৬০.০০ একর

হাট-বাজারের সংখ্যা

৩৫টি

 

 

০৪।  উপজেলার পটভূমিঃ

বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের বিভাগীয়  শহর খুলনা। এই জেলার ০৯ টি উপজেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলা ডুমুরিয়া । ঐতিহাসিক সতিশ চন্দ্র মিত্রের ‘‘যশোর খুলনার ইতিহাস’’ গ্রন্থে থেকে দেখা যায় দশম শতকে ডুমুরিয়া ভরত রাজার শাসনাধীনে ছিল। যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়নার ভরতের দেউল দৃষ্টে একথার সত্যতা প্রতীয়মান হয়। পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগের ডুমুরিয়া এলাকায় ইসলাম ধর্মের প্রচার ও মুসলিম শাসন প্রবর্তিত হয়। ১৯৮৪ সালে মাগুরাঘোনা ইউনিয়নের আরশনগর গ্রামে একটা বহু পুরনো জলাশয়ের পাশে পুরনো ভগ্ন স্তুপের মধ্যে একটা শিলালিপি পাওয়া যায়। উক্ত শিলালিপিতে হযরত শাহআফজালের নাম পাওয়া যায়। অপরদিকে পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের অন্যন্য অঞ্চলের মত ডুমুরিয়া মাগুরাঘোনা, আটলিয়া, শোভনা, খর্ণিয়া, প্রভৃতি অঞ্চলে হাজি মোহাম্মদ মহসিনের জমিদারী প্রসারিত হয়। ডুমুরিয়ার আন্দুলিয়া গ্রামে শাহজামাল নামে  আর একজন মুসলিম ধর্ম প্রবক্তার পরিচয় পাওয়া যায়।

 

০৫। উপজেলার মানচিত্র ঃ

  

 

 

 

০৬। উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা                    : চুকনগর, চুকনগর বদ্ধভুমি,&আরশনগর শেখ শাহআফজাল মসজিদ।

 

০৭। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়    :  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয, ডুমুরিয়া, খুলনা-পোঃ কোড-৯২৫০   (ছবি অফিস)

 

০৮। উপজেলা পরিষদ                                  : ডুমুরিয়া উপজেলা পরিষদ

 

০৯। উপজেলা বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ        :

 

১০। গেষ্ট হাউস                                            : ০৩(তিন)টি

 

১১। উপজেলা পরিষদ :

1)    চেয়ারম্যানের নামঃ জনাব মো: খান আলী মুনসুর

2)    ভাইস-চেয়ারম্যানঃ  জনাব মো: সিরাজুল ইসলাম

3)    মহিলা ভাইস-চেয়ারম্যানঃ জনাব শিরিনা দোলত

                   

সরকারি অফিসসমূহঃ

1) সহকারী কমিশনার (ভুমি)অফিসডুমুরিয়াখুলনা

2) উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসডুমুরিয়াখুলনা

3) উপজেলা প্রাণীসম্পদ অফিসডুমুরিয়াখুলনা

4)  উপজেলা কৃষি অফিসডুমুরিয়াখুলনা

5) সিনিয়র উপজেলা মৎস্য অফিসডুমুরিয়াখুলনা

6) উপজেলা প্রকৌশলীঅফিসডুমুরিয়াখুলনা

7) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা কার্যালয়, ডুমুরিয়া, খুলনা।

8) উপজেলা হিসাবরক্ষণ অফিসডুমুরিয়াখুলনা

9) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসডুমুরিয়াখুলনা

10) উপজেলা শিক্ষা অফিসডুমুরিয়াখুলনা

11) ডুমুরিয়া থানা , ডুমুরিয়া, খুলনা।

12) উপজেলা সমাজসেবা অফিসডুমুরিয়াখুলনা

13) উপজেলা যুব উন্নয়ন অফিসডুমুরিয়াখুলনা

14) উপজেলা মহিলা বিষয়ক অফিসডুমুরিয়াখুলনা

15) উপজেলা পল্লী উন্নয়ন অফিসডুমুরিয়াখুলনা

16) উপজেলা নির্বাচন অফিসডুমুরিয়াখুলনা

17) উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসডুমুরিয়াখুলনা  

18) উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসডুমুরিয়াখুলনা

19) উপজেলা পরিসংখ্যান অফিসডুমুরিয়াখুলনা

20) উপজেলা পরিবার পরিকল্পনা অফিসডুমুরিয়াখুলনা

21) উপজেলা সমবায় অফিসডুমুরিয়াখুলনা

22)  ইউ আর সিডুমুরিয়াখুলনা

23) উপজেলা আনসার ভিডিপি অফিসডুমুরিয়াখুলনা

24)  সহকারী সেটেলমেন্ট অফিসডুমুরিয়াখুলনা

25) উপ-সহকারী প্রকৌশলীজনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরডুমুরিয়াখুলনা

26) ফরেষ্টারবন বিভাগঅফিসডুমুরিয়াখুলনা

27) উপ-বিভাগীয় প্রকৌশলীঅফিসডুমুরিয়াখুলনা

28) পানি উন্নয়ন বোর্ড অফিস(পাউবো),

29) পল্লী  দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসডুমুরিয়াখুলনা

30) খুলনা  পল্লী বিদ্যুৎ সমিতিজোনাল অফিসডুমুরিয়াখুলনা

31) ফায়ার সার্ভিস অফিসডুমুরিয়াখুলনা