Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০) ৯৭.৫ ; স্থুল জন্মহার ১৯.৩; স্থুল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২)। সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) -৭৬.৮% (২০২২) । স্থুল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬% । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৯২% (আগস্ট ২০২৩) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)। জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (P) । জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (P) । মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা । রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা । রেমিটেন্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা । সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩.

ডুমুরিয়ার আয়তন: ৪৫৪.২৩বর্গ কিলোমিটার, ডুমুরিয়ার জনসংখ্যা: ৩,৪৩,৮৮৫ জন, পুরুষ: ১,৭১,৫৫৫ জন, মহিলা: ১,৭২,৩৩০ জন, খানার (Household) সংখ্যা: ৮৭,৯৫৩ টি,  ডুমুরিয়ার শিক্ষার হার:  ৭৫.৯৭% (৭ বছর+), পুরুষের শিক্ষার হারঃ ৭৯.৮৭% (৭ বছর+), নারী শিক্ষার হারঃ ৭২.১০% (৭ বছর+), গ্রাম: ২৩৭টি,মৌজা: ২০৪টি, ইউনিয়ন: ১৪টি ( তথ্যসূত্রঃ জনশুমারি ও গৃহগণনা-২০২২)

তথ্যসেবা পেতে নিচের লিংকে প্রবেশ করে ফরমটি পূরণ করুন।

***লিঙ্কঃ  https://doc s.google.com/document/d/152-ys6ivuJOHZS44ru-5vf__Kc6JvmhbXHOG70xtTUE/edit?usp=sharing


শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও আইন-শৃংখলা

শিক্ষা সংক্রান্ত

 

সরকারী প্রাথমিক বিদ্যালয়

১১০ টি

কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়

০৫টি

 মহাবিদ্যলয় মহাবিদ্যালয়

১২টি

কলেজিয়েট স্কুল

০২ টি

মাধ্যমিক বিদ্যালয়

৬৩টি

সরকারী মাধ্যমিক বিদ্যলয়

০১টি

মাদ্রাসা

৩০টি

কারিগরি বিদ্যালয়

০১টি

শিক্ষার হার

৭৫.৯৭%


কৃষি সংক্রান্ত

 

   

মোট আবাদী জমির পরিমান

৮৫,৩৮২একর

   

এক ফসলী জমি

৫৪,২৬০হেক্টর

দুই ফসলী জমি

২৩,০০২হেক্টর

তিনফসলী জমি

৮,১২০হেক্টর

   


স্বাস্থ্য সংক্রান্ত

 

হাসপাতাল

০৩টি

পরিবার কল্যান কেন্দ্রের সংখ্যা

১২টি

কমিউনিটি ক্লিনিক এর সংখ্যা

৪০টি

পদায়নকৃতডাক্তারের সংখ্যা

৮ জন

এম্বুবুলেন্স এর সংখ্যা

২টি

মঞ্জুরীকৃত ডাক্তারের সংখ্যা

২৩জন