Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০) ৯৭.৫ ; স্থুল জন্মহার ১৯.৩; স্থুল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২)। সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) -৭৬.৮% (২০২২) । স্থুল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬% । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৯২% (আগস্ট ২০২৩) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)। জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (P) । জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (P) । মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা । রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা । রেমিটেন্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা । সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩.

ডুমুরিয়ার আয়তন: ৪৫৪.২৩বর্গ কিলোমিটার, ডুমুরিয়ার জনসংখ্যা: ৩,৪৩,৮৮৫ জন, পুরুষ: ১,৭১,৫৫৫ জন, মহিলা: ১,৭২,৩৩০ জন, খানার (Household) সংখ্যা: ৮৭,৯৫৩ টি,  ডুমুরিয়ার শিক্ষার হার:  ৭৫.৯৭% (৭ বছর+), পুরুষের শিক্ষার হারঃ ৭৯.৮৭% (৭ বছর+), নারী শিক্ষার হারঃ ৭২.১০% (৭ বছর+), গ্রাম: ২৩৭টি,মৌজা: ২০৪টি, ইউনিয়ন: ১৪টি ( তথ্যসূত্রঃ জনশুমারি ও গৃহগণনা-২০২২)

তথ্যসেবা পেতে নিচের লিংকে প্রবেশ করে ফরমটি পূরণ করুন।

***লিঙ্কঃ  https://doc s.google.com/document/d/152-ys6ivuJOHZS44ru-5vf__Kc6JvmhbXHOG70xtTUE/edit?usp=sharing


জনসংখ্যা ও আয়তন

 

সাধারণ তথ্যাদি

জেলা

খুলনা

উপজেলা

ডুমুরিয়া

উপেজলা গঠিত হয়

১৫-০৪-১৯৮৩ খ্রিঃ

সীমানা

উত্তরে ফুলতলা উপজেলা, দক্ষিনে বটিয়াঘাটা ও পাইকগাছা উপজেলা, পূর্বে বটিয়াঘাটা ও সোনাডাঙ্গা থানা, পশ্চিমে সাতক্ষীরা জেলার তালা্ উপজেলা ও যশোর জেলার কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর।

জেলা সদর হতে দূরত্ব

১৬কি:মি:

আয়তন

৪৫৪.২৩বর্গ কিলোমিটার

জনসংখ্যা

৩,৪৩,৮৮৫ জন (তথ্য সূত্রঃ PHC-2022)

 পুরুষ

১,৭১,৫৫৫ জন  (তথ্য সূত্রঃ PHC-2022)

 মহিলা 

১,৭২,৩৩০ জন  (তথ্য সূত্রঃ PHC-2022)

 শিক্ষার হার  ৭৫.৯৭%  (তথ্য সূত্রঃ PHC-2022)

নির্বাচনী এলাকা

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা)

গ্রাম

২৩৭টি

মৌজা

২০৪টি

ইউনিয়ন

১৪টি